পর্তুগালে সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

শাহ মোহাম্মদ তানভীর
সত্যবাণী

পর্তুগাল: পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসানের সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত তারিক আহসান ও দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজি“র সাথে প্রেসকা¬বের সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।সভার শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্য বৃন্দ রাষ্ট্রদূত কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তেব্য বিগত দিনগুলোর বর্ণিল পেশাগত জীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । সভায় উপস্থিত পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্য বৃন্দ পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তাদের ইতিপূর্বের কর্মকান্ড রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করেন। তারা বলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সৃষ্টি হয়েছে সকলের সমন্বয়ে পর্তুগালে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার জন্য ।তারাই পাশাপাশি পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন এখানে বসবাসরত শিশুদের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা, কমিউনিটি ক্লাব গঠনসহ মানবিক সহযোগীতা মূলক কর্মকান্ড করার বিষয়ে সর্বাত্মক ভূমিকা পালন করবে । তাই পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা করার আহব্বান জানান । অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাথে একটি চা চক্রের আয়োজন করেন এবং একটি ফলপ্রসু আলোচনার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

You might also like